আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি সুতা তৈরির কারখানায় আগুন।

৮ ডিসেম্বর, ২০১৮ : ৩:১৫ পূর্বাহ্ণ ৪৬৩

আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১১টার দিকে ‘ডায়মন্ড থ্রেড ইন্ডাস্ট্রি’ নামের ওই কারখানায় আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানার শ্রমিক বাবুল জানান, রাতের শিফটে কাজ করার সময় হঠাৎ একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিভাবে তারা কারখানা থেকে বেরিয়ে যান। ততক্ষণে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিইপিজেডের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com