আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত।

আন্তর্জাতিক 8 December 2018 ৬৬০

জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৯ জন। লোরান থেকে যাত্রা করেছিল বাসটি।

প্লেরার কাছে সরু রাস্তায় পিছলে যায় বাসের চাকা। পরে পাশের ছোট নদীতে উলটে পড়ে বাসটি। পুলিশ সূত্র জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনাটি হয়েছে। আহতদের উদ্ধার করে মাণ্ডির জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যেই সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। এর আগে গত অক্টোবরে একটি বাস দুর্ঘটনায় কাশ্মিরের রম্বান জেলার বানিহালে ২১ জনের মৃত্যু হয়।