আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নির্বাচনী প্রচারণায় হামলা

রাজনীতি 15 December 2018 ৪৪৩

ঢাকা-৬ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নির্বাচনী প্রচারণায় হামলা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর হাটখোলা মোড়ে এ ঘটনায় চার নেতাকর্মী আহত হন। তাদের গণফোরামের কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে হাটখোলা মোড়ে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলাম। এ সময় অতর্কিত কিছু লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে আমি পাশের একটি দোকানে ঢুকে পড়ি।

হামলায় আমার সঙ্গে থাকা চার নেতাকর্মী আহত হন। তাদের গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সুব্রত চৌধুরী আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজন নির্বাচনী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।