আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সোনাগাজী অগ্নি সংযোগের ঘটনায় মেম্বার আলাউদ্দীন গ্রেপ্তার নিরাপত্তা হিনতায় ভিকটিম

সারাদেশ 17 December 2018 ৯৭০

সোনাগাজী (ফেনী) উপজেলার আলমপুর গ্রামে ১৬ ডিসেম্বর রাতে হিন্দু বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় সন্দেহজনক ভাবে স্থানীয় বগাদানা ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার আলাউদ্দীন বাবুলকে গতকাল গভীর রাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

উল্লেখ্য সোনাগাজী পৌর নির্বাচনের দিনও আলাউদ্দীন বাবুল র‌্যাব এর হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন।

হিন্দু মহাজোটের জেলা প্রতিনিধি যানায়, গ্রেপ্তার হবার পর ভিকটিম কে    বিভিন্ন ভাবে মেম্বরের লোকজন হুমকি দিচ্ছে এবং মেম্বার কে ছাড়িয়ে আনতে বলেছে ,না ছাড়ালে দেশে থাকতে দেওয়া হবে না। তাই পরিবার নিরাপত্তা হিনতায়  ভুগছে। প্রশাসন এর দৃষ্টি আকর্ষন করছি।