চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে মফিজুল ইসলাম নামে এক পোলিং অফিসারকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নগরীর বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
বাকলিয়া থানা পুলিশের দাবি, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আজিজের বাসা থেকে পোলিং অফিসার মফিজুল ইসলামকে আটক করা হয়। তিনি নগরীর কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।
সিএমপির বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ভোট কেন্দ্রে নির্বাচনের দায়িত্বে না গিয়ে মফিজুল স্বেচ্ছাসেবক দলের নেতার বাসায় গোপন বৈঠক করছিলেন। সেখানে বিএনপির কয়েকজন নির্বাচনী এজেন্টও ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
তিনি আরও বলেন, মফিজুল ইসলাম দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখার শিক্ষক। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাসিন্দা। নগরীর বাকলিয়ার বৌবাজার এলাকায় থাকতেন।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor