ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কিনতে গিয়ে আটক ৯

২৯ ডিসেম্বর, ২০১৮ : ৯:৩১ অপরাহ্ণ ৭৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর পক্ষে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সোয়া ৮টার দিকে পৌরশহরের ভাদুঘর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ মুছা (৪৫), পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট. মো. ইয়াছিন (৩৬), ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া (৪৮), ১২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন (৩৮), বিএনপি কর্মী মজিবুল হক (৩২), আবদু মিয়া (৪৮), মুসলেম উদ্দিন (৪৪), তোফাজ্জল হক (২২) ও আশরাফুল মাখলুকাত (৪৪)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বিএনপি প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে সাধারণ ভোটারদের টাকা দিয়ে কেনার চেষ্টাকালে ওই ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com