পুলিশ জানায়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ভাঙ্গা ও সদরপুর উপজেলার কয়েকটি এলাকায় হামলা হয়। এসময় সংখ্যালঘু হিন্দু পরিবারসহ শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা মোতায়েন করা হয়। হামলার সাথে জড়িত সন্দেহে এক ইউপি চেয়ারম্যানসহ ৮জনকে আটক করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনী।