জোটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিকেলে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার বিকেল ৪ টায় ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম জাগো নিউজকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে আ স ম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরউল্লাহসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।
বৈঠকের বিষয়ে জোটের এক নেতা জানিয়েছেন, একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয়ী সদস্যদের শপথ পাঠ ও নির্বাচন পরবর্তী আন্দোলনের কর্মসূচি নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জোটের ঐক্য যাতে বজায় থাকে সে বিষয়ে আলোচনা হবে। এছাড়াও ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার বিষয়টিও প্রাধান্য পাবে বৈঠকে।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন নেতারা।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor