আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় পিস্তলসহ ৪ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া 26 January 2019 ৪৮৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিস্তলসহ ৪ যুবককে আটক করা হয়েছে । শুক্রবার দিনগত গভীর রাতে পৌর শহরের মসজিদ পাড়া এলাকা থেকে আখাউড়া থানা পুলিশ তাদেরকে আটক করে। আটককৃত যুবকরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার মাহি আল্ সরকার (২১), আল আমিন (২৫), আজহার আলী (১৯) ও রাসেল সরকার (২১)। আটকৃতদের মধ্যে মাহি আল্ সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের ছেলে। আখাউড়া থানা সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌর শহরের মসজিদ পাড়া এলাকায় কালো রংয়ের একটি প্রাইভেট কারে ৪ যুবককে ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় স্থানীয় বাসিন্দা তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের মধ্যে এক যুবক পিস্তল বের গুলি করার হমকী দেয়। এসময় স্থানীয়রা তাদেরকে ঘেরাও করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। পরে পুলিশ প্রাইভেটকার তল্লাশী করে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। আখাউড়া থানার ওসি মো. মোশাররফ হোসেন তরফদার সাংবাদিকদের বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকালে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।