ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আইন সমিতি

২৮ জানুয়ারি, ২০১৯ : ৭:১৮ অপরাহ্ণ ৭৮৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে পুনর্নির্বাচিত হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আইন সমিতি।

সোমবার স্পিকারের সংসদের কার্যালয়ে আইন সমিতির উপদেষ্টা ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে আইন সমিতির সাধারণ সম্পাদক ও পুলিশ সুপার মাহফুজ আল মামুন, সমিতির সদস্য ও দশম সংসদের সদস্য নূরজাহান বেগম, হোসনে আরা বেগম এমপি, জাতীয় সংসদের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস এস এম সিরাজুল হুদা এবং আবদুর রহমান উপস্থিত ছিলেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com