
পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এই সভা হবে।
ইসির উপ-সচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই সভা আহ্বান করা হয়।
ইসি সূত্রে জানা যায়, ‘৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে কমিশনের ৪৫তম সভা অনুষ্ঠিত হবে। সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠান এবং পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। এ ছাড়াও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে।’
এর আগে ১০ জানুয়ারি ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।’