বাঞ্ছারামপুরে ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন

৩০ জানুয়ারি, ২০১৯ : ৭:৩৫ অপরাহ্ণ ৭১৪

বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়ীয়া) প্রতিনিধি:-

ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উৎসবের গতকাল ২৯/০১/১৯ মঙ্গলবার সন্ধায় শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব নারায়ন চন্দ্র দেবনাথ। পুলিন বিহারী দেবনাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, ওসি সালাহউদ্দিন, শিল্পপতি বিনয় দেবনাথ, নেপাল চন্দ্র চন্দ, ব্যাংক ম্যানেজার মোঃ হায়দার আলী, শিক্ষক মনিরুল ইসলাম, মোঃ হাসান, আলী আকবর, মোঃ ইমরান প্রমূখ। ২৪ প্রহর ব্যাপী নাম সুধা পরিবেশনায় ব্রজগোপী সম্প্রদায় – সাতক্ষিরা, রামকৃষ্ণ সম্প্রদায় – কুমিল্লা, শ্যামলী সম্প্রদায় – মাদারীপুর, নবকৃষ্ণ সম্প্রদায় – বরিশাল, দেবী সুপ্রিয়া সম্প্রদায় – সাতক্ষিরা, ভক্ত প্রহ্লাদ সম্প্রদায় – বরিশাল।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com