সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন খান ও সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার) মো. মনিরুজ্জামান ফকির। আগামী ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের পুলিশ ক্যাডার আনোয়ার হোসেন খান ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি বগুড়া ও কিশোরগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এবার তাকে কর্মক্ষেত্রে সাহসিকতা ও বীরত্বের জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম সেবা) দেয়া হচ্ছে। ইতোপূর্বেও কর্মদক্ষতা ও সাহসিকতার জন্য বিপিএম ও পিপিএম পদক পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা। এছাড়া এবার পিপিএম পদকে ভূষিত হওয়া ৩০তম ব্যাচের পুলিশ ক্যাডার মো. মনিরুজ্জামান ফকির ২০১২ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে কর্মজীবন শুরু করেন। ক্লুলেস হত্যা, ছিনতাই, ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও কমিউনিটি পুলিশিং সেবা প্রদানের জন্য তাকে পিপিএম (সেবা) পদক দেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor