
ব্রাক্ষণবাড়িয়া জেলা ডেকোরেটার্স শ্রমিক কল্যান পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর কমিউনিটি সেনৃটারে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ডেকোরেটার্স কল্যান পরিষদের উপদেষ্টা শিব্বির হুসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর খবির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ডেকোরেটার্ মালিক এস এম,নাহার বাহার,বাবুল মিয়া,আলী আজ্ম ও যুবলীগ নেতা হৃদয় কামাল প্রমুখ।সভায় অতিথিদের আলোচনা শেষে উপস্হিত সকল ডেকোরেটার্স শ্রমিকদের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি।সভাপতি এরশাদুল ইসলাম, সহ- সভাপতি জুনাইদ হাজারী,সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সহ- সাধারন সম্পাদক হেলাল মিয়া,সাংগঠনিক সম্পাদক সাব্বির মিয়া,সহ- সাংগঠনিক সম্পাদক সিরাজ মিয়া,অর্থ সম্পাদক(ক্যাশিয়ার )সুহেল মিয়া,সহ-ক্যাশিয়ার আশিকুর রহমান,দপ্তর সম্পাদক জুয়েল মিয়া,সহ- দপ্তর সম্পাদক রিপন মিয়া,প্রচার সম্পাদক রুবেল,সহ- প্রচার সম্পাদক রমজান মিয়া,কার্যকরী সদস্যরা হলেন মনিরুল ইসলাম,সহিদ মিয়া, বাহার মিয়া,মিজান মিয়া,রাশেদ মিয়া,জাবেদ মিয়া,এমরান খান,বাহার মিয়া-২ ও ইসমাইল।এই কমিটির সকল সদস্য জেলার সর্বস্তরের লোক জনের নিকট সহায্য ও সহযোগিতা কামনা করছেন,আগামী দিনে তারা যেন ভাল করে চলতে পারে এবংসংগঠনকে গতিশীল করতে পারে এই আসাবাদ ব্যাক্ত করেন।