আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

শরণখোলা উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

সারাদেশ 11 February 2019 ৬৫৮

শরণখোলা প্রতিনিধি,লিংকন হাওলাদার:-

শরণখোলা উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান। সোমবার (১১/০২/১৯) বিকালে মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভগবত পাঠ। পাঠ করেন পটুয়াখালী জেলার গলাচিপা থেকে আগত গৌড়ী রানী দাসী। ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারী এই তিনদিন ২৪ প্রহরব্যাপী অনুষ্ঠিত হবে মহানাম। প্রতি বছরের তুলনায় এ বছর মন্দির ও সদর এরিয়ার ভক্তগনের মাঝে আনন্দ বিরাজ করছে।

সদরের সকল জায়গায় এখন আলোক সজ্জায় সজ্জিত। আগত সকল ভক্তদের জন্য প্রতিদিন প্রসাদ এর ব্যবস্থা থাকবে। ১৫ ফেব্রুয়ারী মহা-প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। এ বছর মহানাম যজ্ঞানুষ্ঠানে বাবু বাবুল দাস – সভাপতি ও বাবু গোপাল কর্মকার – সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আয়োজনে শ্রীগুরু সংঘ রায়েন্দা সাখা।