আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

৫ দিন অতিবাহিত হলেও কোনো খোজ মেলেনি নিহার দাস এর

সারাদেশ 16 February 2019 ৬৯০

হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মৃত -বীরেন্দ্র দাস এর   একমাত্র পুত্র নিহার দাস (২৭)গত ০৯/০২/২০১৯ ইং রোজ শনি বার বিকাল ৩ ঘটিকায় বাড়ী  হইতে উমেদনগর রাইছ মিলে পাওনা টাকা নিয়ে আসার জন্য রওনা হয়, কিন্তু আনুমানিক ৪ ঘটিকার পরে তার মোবাইল ০১৭১৯৭৫৮৭৮৭ বন্ধ পাওয়াযায় এবং সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়েযায়। সকল আত্মীয়স্বজন দের বাড়ীতে যোগাযোগ করে কোনো সন্ধান মেলেনি ।নিহার দাস এর ফোন নম্বর দিয়ে  ছোটো বোনের মোবাইলে  মাঝে মাঝে মুক্তিপন চেয়ে এস এম এস পাঠায় ,কল দিলে মোবাইল বন্ধ দেখাযায়।

থানায় সহযোগিতা পাবার জন্য গেলে ,তারা সাধারন ডায়েরি করার কথা বলে। এই মর্মে বানিয়াচং থানায় নিহার দাস এর মা প্রতিভা রানী দাস  একটি সাধারন ডায়েরি করে জিডি নং-৪৭০ তাং-১১/০২/১৯ইং

থানা থেকে আশ্বাস পেলেও কোনো ধরনের ফলাফল না পাবার পরে  ৯৯৯এ কল দিয়েছিলো ,কিন্তু তারা থানায় যোগাযোগ করতে বলে ।নিহার দাস এর মা প্রতিভা রানী দাস জানায় তার ঘরে কোনো লোক নেই বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার মতন,তবে কি আমার ছেলের উদ্ধারে কারো কোন সহযোগিতা পাব না?