নাসিরনগরে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

২০ ফেব্রুয়ারি, ২০১৯ : ২:৫৪ অপরাহ্ণ ৬৩৪

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ অভিযান চালিয়ে খুনের মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। শনিবার গভীর রাতে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমানের নির্দেশে এ,এস আই শামীম আহমেদ গভীর রাতে সংগীয় ফোর্স নিয়ে তার গ্রামের বাড়ী বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামী শ্রীঘর গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ রহমত আলী (৪০)। জানা গেছে ২০০০ সালের খুনের মামলা তার যাবৎজীবন সাজা ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ বছরের জেল হয়।এর পর থেকে রহমত আলী পালিয়ে বিদেশে চলে যায়। দেশে আসার পরই পুলিশের জালে আটকা পড়ে রহমত আলী। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান রহমত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com