ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নিখোঁজ এক শিশুর লাশ ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছের একটি কালাই ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু শান্ত মিস্ত্রী (৮) উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের তপন চন্দ্র মিস্ত্রীর ছেলে। সে স্থানীয় বলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) এনামুল হক বলেন- শান্তদের একই বাড়িতে গত রাতে প্রতিবেশীর বিয়ে অনুষ্ঠান চলছিল।
“রাত ১২ টার দিকে বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার জন্য স্বজনরা তাকে ডাকাডাকি করে। আশাপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।”
সকালে স্থানীয়রা ক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
ওসি বলেন- “শিশুটির মাথা ক্ষেতের মধ্যে গর্তে ঢোকানো অবস্থায় পাওয়া গেছে। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে- শিশুটিকে হত্যা করা হয়েছে।’’
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor