
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন এর দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/ মোঃ জামিরুল ইসলাম, সঙ্গীয় অফিসার এসআই(নিরস্ত্র)/ মোঃ মিজানুর রহমান, এএসআই(নিরস্ত্র)/ গোলাম সরোয়ার, এএসআই(নিরস্ত্র)/ আনিছুর রহমান, এএসআই(নিরস্ত্র)/শামীম সরকার (১নং শহর পুলিশ ফঁড়ি) সঙ্গীয় ফোর্সসহ ২৩/০২/২০১৯খ্রিঃ তারিখ ০৯.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী ১.মোঃ জুয়েল (২২), পিতা- মোঃ শাকিল মিয়া স্থায়ী: গ্রাম- পশ্চিম পাইকপাড়া (খোকন মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা ও জেলা- ব্রাম্মনবাড়িয়া, ২.মোঃ ওয়াসিম প্রঃ জসিম (৩০), পিতা- আলম মিয়া, সাং-কুড়িঘর (মোল্লা বাড়ি),থানা-নবী নগর, জেলা-ব্রাম্মনবাড়িয়া, বর্তমান : গ্রাম- ঘাটুরা (জুলহাস কাজীর বাড়ির ভাড়াটিয়া),থানা ও জেলা- ব্রাহ্মনবাড়িয়া ৩. মহসিন (২৫), পিতা- মোঃ ছালাম সাং- উলচা পাড়া (যাত্রা বাড়ি),থানা ও জেলা- ব্রাহ্মনবাড়িয়া ৪. কাজী মোমিন (৩৫), পিতা- মৃত কাজী লীল মিয়া, সাং- ঘাটুরা (দক্ষিন পাড়া খেয়া বাড়ী), থানা ও জেলা- ব্রাহ্মনবাড়িয়া, ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানাধীন মেড্ডা মালিক সমিতি মসজিদের পশ্চিম/দক্ষিন পার্শ্বে ডিসেন্ট ফুড দোকানের সংলগ্ন পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ৩৭(সাইত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক দ্রব্য (ইয়াবা) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অত্র থানায় মাদক দ্রব্য আইনের মামলা রুজু সহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।