আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুলিয়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের ধাক্কায় এএসআই জসিম উদ্দিন নিহত

সারাদেশ 25 February 2019 ৭২৫

সাভারের আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার পুলিশ সদস্য।

আজ সোমবার ভোর ৪টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পুলিশ সদস্য হলেন- আশুলিয়া থানার এএসআই জসিম উদ্দিন (২৮)। তিনি মাদারীপুর জেলার সদর থানার বামনদি গ্রামের মোকছেদ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, ভোর রাতে দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের পিকআপ ভ্যানটি। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এএসআই জসিম উদ্দিন।

দুর্ঘটনায় আহত পুলিশের চার কনস্টেবলকে উদ্ধার করে আশুলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান রিজাউল হক দিপু।