আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাক্ষণবাড়িয়ায় এক বৃদ্বা হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া 25 February 2019 ৪৮৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কামরুন নেছা (৭০) নামে দাদিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার মোহনপুর গ্রামে। নিহত কামরুন নেছা উপজেলার মোহনপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। অভিযুক্ত নাতির নাম জুবায়েদ। তিনি ওই গ্রামের হারুন মাস্টারের ছেলে। এ বিষয়ে নিহতের ছেলে মকবুল হোসেন বলেন, বিকেলে বাড়ির পাশে ক্রিকেট খেলা নিয়ে তার আপন বড় ভাই বাবুলের ছেলে শাকিলের সঙ্গে সৎভাই হারুন মাস্টারের ছেলে জুবায়েদের ঝগড়া হয়। এ নিয়ে হারুন মাস্টার আমাদের বাড়ি-ঘর পুড়ে ফেলার নির্দেশ দেন জুবায়েদকে। পরে জুবায়েদসহ আরও কয়েকজন বাড়ির গেটে হামলা করে। এ সময় কামরুন নেছা গেটের সামনে গেলে তাকে মারধর করা হয়। পরে কামরুন নেছাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এধরনের হত্যার ঘটনা খবর আমরা পায়নি। বিষয়টি জানতে জেলা সদর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।