
ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল সার্ভিসের উপর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে শহরের কান্দিপাড়াস্থ যুব উন্নয়ন কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোতাহের হোসেন প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, সিএসএইচএমএম জামান, মোহাম্মদ আবুল ফজল, প্রশিক্ষক আজহারুল ইসলাম, জুম্মান আহমেদ। এ সময় ২০জনকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপ-পরিচালক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা যাতে নিজেদের কর্মসংস্থান গড়ে তুলতে পারে সেজন্যই এ আয়োজন। এ সময় দুজন সরকারি কর্মচারী ও দুজন বেসরকারি কর্মচারী প্রশিক্ষণ পরিচালনা করেন। এ প্রশিক্ষণ ১ মাসব্যাপী চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।