সীতাকুণ্ডে বজ্রপাতে নিহত ১, আহত ১

২৫ ফেব্রুয়ারি, ২০১৯ : ১:৩৫ অপরাহ্ণ ৬৩৯

সীতাকুণ্ড ভাটিয়ারী মির্জা নগর বজ্রপাতে রতন দাস (৩৫) নামের ১ ব্যক্তি নিহত ও আহত হয়েছে আরো ১ জন। আজ সোমবার সকাল ৬টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মির্জা নগর সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে প্রচন্ড বৃষ্টিপাত ও হঠাৎ করে ঘটে যাওয়া বজ্রপাতে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ভাটিয়ারীস্থ বিএসবি এ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রতন দাশকে মৃত ঘোষণা করেন। নিহত রতন দাশ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মির্জা নগর গ্রামের মনু মাঝির পুত্র। বজ্রপাতে আহত একই গ্রামের গফুর দাশ (৩০)কেবিএসবিএ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com