দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে বাসযোগ্য ঢাকা গড়ে তোলার আশ্বাস দিলেন ঢাকা উত্তরের নতুন মেয়র আতিকুল ইসলাম। আধুনিক ঢাকার লক্ষ্যে এক বছরের কর্মপরিকল্পনা নেয়ার কথা জানান তিনি। দুপুরে রাজধানীর উত্তরায় এক সংবাদ সম্মেলনে একথা জানান নবনির্বাচিত মেয়র। রাজধানীর উত্তরায় নিজ বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি জানান, প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ ও ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করাই তার মূল লক্ষ্য। মেয়র বলেন, গুরুত্ব বিবেচনা করে কাজ গুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। শুরুতেই আলোকিত ঢাকা, পরিবেশ দূষণ রোধ, নগর অ্যাপ সক্রিয় করা, বৃক্ষ রোপন, খেলার মাঠ উদ্বার ও ফুটপাথে পথচারীদের নিরাপদ চলাচলের ওপর গুরুত্ব দেয়া হবে। এছাড়া, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি লেনদেনে অটোমেশন পদ্ধতি চালুরও আশ্বাস দেন আতিকুল ইসলাম।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor