বিজয়নগর উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যানপ্রার্থী মৃনাল চৌধুরী লিটন গনসংযোগ করছেন এবং মাঠে চষে বেড়াচ্ছেন।এসময় তিনি বলেন রাজনীতির অতিথি পাখী সদ্য আওয়ামীলীগে যোগদান করেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য পাগলের মত করে বিগত সংসদ নির্বাচনের পুর্বে যারা নাশকতার মামলায় আসামী তাদেরকে নিয়ে নির্বাচনী মাঠেনামা এ কিসের আলামত আওয়ামীলীগের নেতা কর্মীর অভাব নেই আওয়ামীলীগের নেতা কর্মীদের আশ্রয় না পেয়ে নাশকতাকারীদের নিয়ে মাঠে নামছে তাই তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor