বগুড়ায় শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম এবং দলের সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তাজুল ইসলামকে এবং চেয়ারম্যান পদে এক প্রার্থীকে ভোট দিতে এবং তার পক্ষে কাজ করতে নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করার অভিযোগে মীর শাহে আলমকে বহিষ্কার করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। শুক্রবার (১ মার্চ) বিকেলে বহিষ্কৃত নেতা তাজুল ইসলাম বলেন আমি আগেই পদত্যাগ পত্র জমা দিয়েছি। তবে এই বহিষ্কারে বিচলিত নন তিনি কারন আগে থেকেই সে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি বিএনপির তৃণমূল নেতাদেরকে নিয়ে একটি সভা করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এক প্রার্থীকে ভোট দেওয়া এবং মাঠে কাজ করার দিক নির্দেশনা দেন। যার একটি ভিডিও ঢাকায় বিএনপির হাইকমান্ডে পৌঁছে। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অপরদিকে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজু্ল ইসলাম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তাকেও দল থেকে বহিষ্কার করা হয়।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor