
তৃণমূলের ভোটে প্রথম-দ্বিতীয় হওয়া প্রার্থীকে বাদ দিয়ে তৃতীয় প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও । আজ সোমবার সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ প্রশ্ন তোলেন ফিরোজুর রহমান ওলিও । ফিরোজুর রহমান ওলিও তৃর্ণমূলের ভোটে দ্বিতীয় হয়েছিলেন । ওলিও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের টানা পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান । সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, প্রথম-দ্বিতীয় প্রার্থীদের বাদ দিয়ে কিভাবে তৃতীয়জনকে মনোনয়ন দেয়া হলো সেটা বুঝতে পারছি না । বাজারে রিউমার ছড়িয়েছে ‘এত কোটি’ টাকা দিয়ে মনোনয়ন এনেছে জাহাংঙ্গীর আলম । তা না হলে তৃতীয়জন কিভাবে মনোনয়ন পায় । ওলিও বলেন, আমি কখনও উপজেলা পরিষদ নির্বাচন করতে চাইনি । এলাকার মানুষ আমাকে নির্বাচন করার জন্য পাগল করে ফেলেছেন । তাই মানুষের ভালোবাসার জন্যই আমি নির্বাচন করার ঘোষণা দিয়েছিলাম । তিনি আরও বলেন, দলীয় মনোনয়নের বাইরে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা না থাকায় এবং সদর উপজেলার বিভিন্ন স্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আমি নিজেকে মানুষের কল্যাণে নিবেদিত রাখতেই প্রার্থী হয়েছি । গত ২৭ জানুয়ারি তৃণমূলের ভোটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছয়জনের মধ্যে থেকে তিনজন নির্বাচিত হন । এরা হলেন- (১) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন,(২) সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও এবং (৩) সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম । পরে শুক্রবার (১ মার্চ) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলমকে দলের মনোনয়ন দেয়া হয় ।