
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম… জয়বাংলা সেইদিন থেকে ‘স্বাধীনতা’ শব্দটি আমাদের। স্বাধীনতার এই মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা..জানিয়ে ব্রাক্ষণবাড়িয়া জেলা ইউনেস্কো ক্লাব বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।এসময় উপস্হিত ছিলেন জেলা কমিটির আহব্বায়ক মোহাম্মদ আমির হোসেন ফারুক, সদস্য সচিব জিয়া কারদার নিয়ন,সদস্য আতাউর রহমান খাম( ইয়াকুব শাহ), এড: জয়লাল বিশ্বাস,মস্তুু মিয়া,সাংবাদিক প্রবীর চৌধূরী রিপন,মো: শহীদ,ডাঃ নাজিম উদ্দিন,কামাল আহাম্মদ,খোকন চন্দ্র দাস,সাদ্দাম হোসেন,জাকির হোসেন,মজিবুর রহমান,দীপংকর দাস,আল হেলাল,খন্দকার মো:জসিম উদ্দিন, শফিউল আলম কাজল,মুহাম্মদ রফিকুল হাসন সুহাগ,নাজিম উদ্দিন,আজমল হোসেন,শফিকুল ইসলাম,এনাম,ওয়াসিম,হাবিবুর রহমান, কাজল প্রমুখ।পুস্পস্তবক অর্পন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তাগন বলেন ইউনেস্কো ক্লাব বঙ্গবন্ধুর ভাষনকে আন্তরজাতিক ভাবে সিকৃতী প্রধান করেন। এরই ধারা বাহিকতায় ব্রাক্ষণবাড়িয়াতে এই প্রথম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।আমরা চায় সকলে সহযোগিতায় এই ভাষনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে।