আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নীলফারী জেলার জলঢাকায় হিন্দু পরিবারের ৪ জন কে পিটিয়ে আহত

বিশেষ প্রতিবেদন 8 March 2019 ৮৩৪

জলঢাকা প্রতিনিধি:-

ব্রেকিং নিউজ ০৮-০৩-১৯ (১০:৩০ এ এম ) হিন্দু পরিবারের বৃদ্ধা মা সহ ৪ জন মরনাপন্ন অবস্থায় মৃত্যুর সাথে পান্জা লরছে,

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে,স্থানিয় লোকজন ও পুলিশ তদন্ত এর সূএে জানা যায়, নীলফারী জেলায়,জলঢাকার ,উপজেলার ধর্মপাল ইউনিয়ন এর মাজাপাড়া কালীতলায় ১। সুমিত্রা রানী (৪৫) ২। নলিন রায় (৬০) ৩। সচিন (৫৫) ৪। লিটন (২২) কে একই ইউনিয়ন এর পাইটকাপাড়া গ্রামের ১।মনতাজ (৬০) ২।আলিমুল (৩৫) ৩।খাইরুল (৩২) ৪।তাহেরুল (২৯) ৫।আলেমা খাতুন (৫০) ৬।আসমা অক্তার (১৯) নামের নর পিচাশ গুলো ধান ক্ষেতে মটরের সেচের জল দেওয়ার বিলম্ব হওয়ার জের ধরে লাঠি, দা এবং রট দিয়ে ধান ক্ষেতের মধ্যে হত্যার চেষ্টা।