
গত রবিবার এক বৃদ্ধ রিকশাচালক কে সাহায্যের আবেদন জানিয়ে একটি পোষ্ট করি এবং পোষ্টটি মোটামুটি ভাইরাল হয়ে যায় সেই পোষ্টটি দেখে অনেক মানুষ সাহায্য করতে চেয়েছে এবং অনেকেই বিকাশে অল্প অল্প করে টাকা পাঠিয়েছেন কিন্তু প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল তার জন্য স্থায়ী কিছু করে দেয়ার যেন বাকি জীবনে আর তাকে রিক্সা চালাতে না হয় | আজকে দুপুরে ডিবি অফিস থেকে আমার বড় ভাই এ এসপি লেনিন ফোন করে বলে ফারহান আমরা ওই বৃদ্ধ রিক্সাওয়ালা চাচাকে স্তায়ী কিছু করে দিব তুমি একটু ডিবি অফিসে আসো আমরা চাই তোমাকে সাথে রেখেই তার জন্য কিছু করতে তো এর পর আমি ওইখানে যাই,যেয়ে দেখি চাচা বসে আছেন আর আমাকে দেখা মাত্রই হাসি দিয়ে জিজ্ঞেস করেন কেমন আছো বাবা ? বলে বোঝাতে পারব না ওনার সেই হাসি মুখটা দেখে কি ভাল লেগেছে আমার !!
এর পর চাচাকে জিজ্ঞেস করি কি করে দিলে ওনার ভাল হয় ! ভাই ওনাকে প্রস্তাব দেন একটি দোকান করে দিবেন কিনা ওনি বলেন বাবা আমি এসব করতে পারব না আমি এসব বুঝি না তার পর ওনাকে বলি বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দিলে যাবেন নাকি এটাতেও সে রাজি হয় না !! তো এর পর ওনাকে আর্থিক সাহায্য করা সিদ্ধান্ত নেই তার পর তিনি জানান তার স্ত্রীর চিকিৎসা করাতে যেয়ে তার অনেক টাকা ধার করতে হয়,সেই টাকার মধ্যে ১৫০০০ টাকা এখনো শোধ করা বাকি যার জন্য প্রতি মাসে ১৫০০ টাকা সুদ দিতে হয় যা তার জন্য অনেক কষ্ট কর | এসব শুনে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এএসপি লেনিন ভাই এর মাধ্যমে তাকে আর্থিক সাহায্য করা হয় তার ধারের টাকা পরিশোধ করার জন্য এবং আরো বলা হয় প্রতি মাসে ওনাকে থাকা খাওয়ার খরচ ডিবি অফিস থেকে দিবে |
ডিবি অফিস থেকে বের হয়ে আসার সময় সালমান ভাই ফোন করেন তার সাথে দেখা করার জন্য,ঢাকা কলেজের সামনে তার সাথে দেখা করি | তিনিও এই চাচার সকল দ্বায়িত্ব নেন থাকা খাওয়া পোশাক সব কিছুর ব্যবস্থা তিনি করবেন বলে আমাকে আশ্বস্ত করেন !
ভাল লাগছে একটা বৃদ্ধ মানুষের জন্য স্থায়ী কিছু করতে পেরেছি বলে আমি বিনয়ের সহিত ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগকে এ এস পি লেনিন ভাইকে সালমান ভাইকে এবং যারা বিকাশের মাধ্যমে চাচার জন্য সাহায্য পাঠিয়েছেন আপনাদের সবাইকে
সব শেষে একটা কথাই বলব আমাদের দেশে এরকম অসহায় মানুষের সংখ্যা কম কিন্তু ওনাদের পাশে দাড়াতে পারে এমন মানুষের সংখ্যাই বেশী তাই সবাই কে বলব আপনারা যেখানেই কোন অসহায় মানুষ দেখবেন লেনিন ভাই সালমান ভাই এবং যারা ওনাকে সাহায্য করেছেন এদের মত পাশে দাড়িয়ে যান তবেই বদলে যাবে আমাদের এই সমাজ এই দেশ ||