ঢাকাঃ
ভোটের আগের রাতে ব্যালটে সিল মারার সুযোগ বন্ধে ইভিএম চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা । শুক্রবার সকালে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মশালায় তিনি রাতের ভোট নিয়ে কথা বলেন। উনার এই বক্তব্যের পর রাতে ভোট হয়, হয়েছে এবং তা প্রতিরোধ প্রয়োজনীয়তা স্পষ্ট হয়।আর এর পরই সারা দেশে আলোচনায় এখন রাতের ভোট। রাজধানী ঢাকা থেকে আজ ফিরে খবর নিচ্ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা নির্বাচনের প্রচারণা কেমন হচ্ছে। স্টেশনে নামতেই একজনের সাথে দেখা তিনি বল্লেন, প্রচারণা শুরু হয়েছে। এখানে নির্বাচনী আমেজ দিন দিন বাড়ছে। ব্রাহ্মণবাড়িয়া সদরে প্রচারণা জমজমাট হচ্ছে দিন দিন। প্রার্থীরা মাঠে । তবে মানুষের মাঝে সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকার কথা জানিয়েছেন অনেকে। জানা গেল. একজন চেয়ারম্যান প্রার্থী রাতে ভোটের আশা করছেন, রাতে ভোট হবে এমন বিষয়ে দৃঢ়তা আছে অনেক সমর্থকের । তাই রাতের ভোট হতে পারে এমন শংকাকে উড়িয়ে দেয়া যায় না। এবার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যানদের দলীয় প্রতীক না থাকায় মানুষ আশা করছে যার ভোট যে দেবার একটা সুযোগ হতে পারে। ভোটাররাও নিজের ভোট নিজে দিতে চান। সিইসিও রাতের ভোট প্রতিরোধের কথা বলেছেন। উপজেলা নির্বাচনে সুষ্ঠু ভোটের দৃষ্ষ্টান্ত করতে ইভিএম চালুর দাবী সকল মহলে। এতে নির্বাচন সঙ্গে ভোটারদের সম্পর্ক থাকবে এবং ভোটাররা তাদের নিজের ভোট দিতে পারলে খুশী হবে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor