চট্টগ্রামঃ
আবারো আন্দোলনের রাজপথকেই বেছে নিয়েছে বীর চট্টগ্রামের সনাতন সম্প্রদায়। চট্টেশ্বরী রোডের অপসারিত ছয়টি নামফলক পূনস্থাপন না হওয়া পর্য্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ।
ইস্যুটা উঠার পর চসিক, সিডিএ এবং স্থানীয় এমপি সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের বিবৃতির সাথে বাস্তব কোন পদক্ষেপের সাদৃশ না থাকাতে সন্দিহান হয়ে উঠেছে চট্টগ্রামের সনাতন সমাজ।
এরই প্রেক্ষিতে ১১ মার্চ সংবাদ সম্মেলনে দাবী এবং আন্দোলনের রুপরেখা জানানো হবে। দাবী আদায় না হওয়া পর্য্যন্ত বিক্ষোভ, অবরোধ সহ সকল গনতান্ত্রীক আন্দোলন পদ্ধতি অনুসরন করা হবে। সাথে সাথে রিট আবেদন সহ যাবতীয় আইনি লড়াই করা হবে। কর্মসূচির তারিখ ও সময় যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে।
চট্টগ্রামের সনাতন সম্প্রদায়ের সকল প্রতিষ্ঠান, ব্যাক্তি, মঠ, মন্দিরের প্রতি অনুরোধ, যে যার যার অবস্থান থেকে অস্তিত্ব রক্ষার এই সংগ্রামে সম্পৃক্ত হোন।
[gs-fb-comments]
Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor