আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কমনওয়েলথ দিবসে যোগ দিতে লন্ডন গেছেন এমপি সংগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া 10 March 2019 ৪৭৯

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া ঃ

কমনওয়েলথ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ১০ মার্চ ২০১৯ রোজ রবিবার সকাল ১০ টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ঢাকা থেকে এমিরেটস ইয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এমপি সংগ্রাম।

বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল নির্দেশে, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ আসনের এমপি বরুদ্দোজ্জা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম লন্ডন যাচ্ছেন।

প্রতি বছরের ন্যায় এবারও মার্চের দ্বিতীয় সোমবার ১১ মার্চ কমনওয়েলথ দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য একটি সংযুক্ত কমনওয়েলথ (এ কানেক্টেড কমনওয়েলথ)।কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের আমন্ত্রণে মূল অনুষ্ঠানের পাশাপাশি একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। সেখানে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব এবং গুরুত্বপূর্ণ বক্তব্য ও রাখবেন তিনি।