সিলেট নগরীর মিরাবাজারে সংখ্যালঘু পরিবার কে উচ্ছেদ করতে নানা পায়তারা

১০ মার্চ, ২০১৯ : ১০:১০ পূর্বাহ্ণ ৪৩৮

সিলেটঃ

সিলেট নগরীর মিরাবাজারে সংখ্যালঘু মনোজ দে’র ভূমি থেকে উচ্ছেদ করতে একটি মহল নানা পায়তারা করছে। মনোজকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় মনোজ দে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা ও তার ভূমি রক্ষা করতে এসএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ৪৯০, (০৭.০৩.২০১৯)।

জিডিতে তিনি উল্লেখ করেন, স্থানীয় মৃত আব্দুল মুতলিব এর ছেলে শেখ রেজাউল করিম ও শেখ আমিনুল হক (পারভেজ আলম) গংরা সংখ্যালঘু মনোজ দে’র পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ করতে নানা অপচেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি এলাকাবাসীর উদ্যোগে একটি সালিশ বৈঠকের সিদ্ধান্ত হয়। পরে ৬ মার্চ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জল সহ এলাকার মুরব্বিগণ উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে মুরব্বিগণ মৌসুমী আগপাড়ার তুরন মিয়ার বাড়িতে মনোজ দে কে একশ টাকার ৩টি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলেন। স্বাক্ষর দিলে সালিশ ব্যক্তিরা উক্ত বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। তখন মনোজ দে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে অপরাগতা স্বীকার করলে প্রতিপক্ষ শেখ রেজাউল করিম ও শেখ আমিনুল হক (পারভেজ আলম) গংরা তার ভূমি থেকে তাকে জোরপূর্বক উচ্ছেদ করবেন বলে হুমকি দিতে থাকে।

এহেন অবস্থায় আর কোন উপায়ান্তর না পেয়ে মনোজ দে কোতোয়ালী থানায় উক্ত সাধারণ ডায়েরী করেন।

 

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com