
স্টাফ রিপোর্টার//
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন হামলার ঘটনা ঘটেছে। কওমি মাদরাসার ছাত্রদের হামলায় বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন পন্ড হয়ে যায়। সোমবার (১১ মার্চ ২০১৯) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ এসে অবস্থান নেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে মেরাজুন্নবী (সাঃ) উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বিশ্ব সুন্নী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া শাখা। মানববন্ধন চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে কওমি মাদ্রাসার ছাত্ররা লাঠিসোটা নিয়ে মানববন্ধনে হামলা করে। এতে মানববন্ধন পন্ড হয়ে যায়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, মানববন্ধনের সময় দুইটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাৎক্ষণিকভাবেই বিষয়টি শেষ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ নিয়ে কোনো উত্তেজনা নেই।