নবীনগরে ৪৫কেজি গাঁজাসহ দুই জন আটক

১৩ মার্চ, ২০১৯ : ৪:০০ অপরাহ্ণ ৪৩৫

নবীনগর ঃ

আজ বুধবার (১৩মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউরফতেহপুর ইউনিয়নের টানচাড়া ব্রীজের পাশ থেকে, পুলিশ আনোয়ার হোসেনের পূর্ব নির্দেশনায়, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব চিত্তরঞ্জন পালের দিকনির্দেশনায় ও নবীনগর থানার অফিসার ইনচার্জ রনজিৎ রায়ের পূর্বানুমতিতে মাদক বিরোধী বিষেশ অভিযান চালালে টুকরিতে করে পাচার করতে যাওয়া ৪৫কেজি গাঁজা সহ দুই জনকে আটক করেছে নবীনগর থানা পুলিশসুপার।

আটককৃতরা হলেন, ১। মোঃ ইউনুছ মিয়া (৬০) পিতা-মৃত সোনা মিয়া, সাং-কুইয়াপানিয়া, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। সিদ্দিক প্রঃ কালাই (২৫) পিতা-মৃত নোয়াব আলী বেপারী, সাং-হাউজদি বেপারী বাড়ী, থানা ও জেলা-মাদারীপুর।

নবীনগর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরোদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com