আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ভূয়া এ এসপিসহ ৩ জন আটক

সারাদেশ 13 March 2019 ৪৫৭

ব্রাহ্মণবাড়িয়া ঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা নিয়ে তদবির করতে এসে মোঃ কাউছার আলম (৩১) নামে এক ভুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপারকে (এএসপি) আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টায় তাকে আটক করা হয়।

আটককৃত ভুয়া এএসপি কাউছার আলম সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাদশা আলমের ছেলে। এ ঘটনায় ফয়েজ ও কাউছার নামে আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার দারমা গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বুুুধবার বিকেলে থানায় এসে কাউছার আলম নিজেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে তার এক আত্মীয়ের মামলা সংক্রান্ত বিষয়ে তদবির করেন। সময় তার আচরণবিধি সন্দেহ মনে হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি পুলিশের কেউ নন। এরপর তাকে ও তার দুই সহযোগীকে আটক করা হয়।