আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরে জেলার ৩১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সারাদেশ 14 March 2019 ২৫২

 

টাঙ্গাইল ঃ

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী মির্জাপুরে পৌঁছান। এরপর উপমহাদেশের প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্টের সেবা কার্যক্রমের ৮৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার বোন শেখ রেহেনাও রয়েছেন।

এবছর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদকপ্রাপ্তরা হচ্ছেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), কবি কাজী নজরুল ইসলাম (মরণোত্তর), জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন।

দুপুরে প্রধানমন্ত্রী এখানে খাবার খাবেন। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক কাঁসার প্লেটের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্য খাবার পরিবেশন করবে কুমুদিনী কর্তৃপক্ষ। এতে থাকছে ৩০ থেকে ৩৩ রকমের তরকারি ও মিষ্টি।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর হাসান আরাফাত জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মির্জাপুর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় পুলিশের এক হাজার ২০০ সদস্যসহ অন্তত দেড় সহস্রাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।