মোঃ আব্দুল হান্নানঃ
ব্রাহ্মণবাড়িয়াজেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে ভগ্ন দশায় পতিত সরকারি রাস্তা জনগণের অর্থায়নে সংস্কার কাজে বাধা দিয়ে ৯ জনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে গতকাল বেলা অনুমান ১১ ঘটিকার সময়। এ বিষয়ে ধরমন্ডল গ্রামের হেলাল তালুকদার বাদী হয়ে ৬ জন সহ অজ্ঞাত নামা ২৫-৩০ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগে জানা গেছে, ১৩নং ধরমন্ডল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুর রশিদ চেয়ারম্যানের বাড়ির পশ্চিম দক্ষিণ পাশের তালুকদার বাড়ির সামনের সরকারি রাস্তাটি দীর্ঘদিন যাবত ভগ্নদশা পতিত হওয়ার কারণে জনগন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই প্রতিবেশী জনগণ নিজেদের অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিলে গ্রামের মজলিশ মিয়ার ছেলে এনাম মিয়া (৩০), ফজল হক (৩৩), আব্দুল হক (৩৫), সুলতানা বেগম (৩০), রাজিয়া বেগম (২৪) , নূরজাহান বেগম (২৭) মিলে রাস্তাটি সংস্কারের কাজে বাধা দেয়। তাদের বাধা না শুনায় তারা আরো ২৫-৩০ জনকে সঙ্গে নিয়ে ধারালো রামদা, ছুড়ি, লোহার রড ও দেশীয় অস্ত্রেসস্ত্রে সুসজ্জিত হয়ে হেলাল তালুকদারে লোকজনের উপর হামলা চালিয়ে তাদের মারপিট করে। এ সময় তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন সহ প্রায় ২ লক্ষ টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
তাদের হামলায় ও মারপিটে আবুল কালাম, আবুল খায়ের, সিদ্দিক মিয়া, আছকির মিয়া, খরছু মিয়া, ফারুক মিয়া, বিলাল মিয়া, মমতাজ বেগম মারাত্বক ভাবে আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর থানা পুলিশের এএসআই মোঃ রবিউল আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor