ব্রাক্ষণবাড়িয়া ঃ
দরজায় কড়া নাড়ছে উপজেলা নির্বাচনে। বিএনপি নেই ভোটে, শুধু আওয়ামীলীগ মাঠে। ৩১ র্মাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ধাপের ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন। আজ ১৪ র্মাচ ছিল প্রতীক বরাদ্দের শেষ দিন। উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উৎকন্ঠায় ভোগছে জনগন। নির্বাচন ঘনিয়ে আসলেও এলাকায় এখনো নেই কোন নির্বাচনী উত্তাপ। এবারে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ২ জন নির্বাচনী মাঠে রয়েছে।
সদর উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে মাঠে নেমেছেন রাজনীতিবিদ ও উপজেলা আওয়ামী লীগ সাধরন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে বর্তমান সুলতান পুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীগ নেতা ফিরোজুর রহমান ওলিও শক্তবস্থানে দৌড়ঝাপ শুরু করেছে ।
সংরক্ষিত মহিলা ভাইসচেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত ও পদ্বফুল প্রতীক নিয়ে শামীমা আক্তার।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ মহসীন (টিওবুয়েল),লোকমান হোসেন ( চশমা), আহমেদুল কবীর ( তালা), শেখ মোঃ মহসীন (মাইক), মিরাদুল কবীর ( বই)।প্রতীক নিয়ে মাঠে লড়ছে।
তবে নির্বাচনকে নিয়ে জনমনে তেমন কোন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে না। উপজেলা বাসীর মতে এবার উপজেলা চেয়ারম্যান পদে ত্রিমুখী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই হবে দ্বিমুখী।
উপজেলা নির্বাচনকে নিয়ে জনগণের মাঝে উৎসাহ উদ্দীপনা না দেখো গেলা দলীয় নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor