আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে ভোক্তা অধিকার দিবস উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া 15 March 2019 ৪৪৫

আশুগঞ্জ ঃ

নিরাপদ মানসম্মত পন্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হিরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নির্বাচন কর্মকর্তা আশরাফ উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মঈনুল ইসলাম ভূইয়া, খাদ্য গুদামের ভারপ্রার্প্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, উপজেলা চাতালকল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক আল রহমান অপু, চাতাল ব্যবসায়ী লিটন মিয়া প্রমুখ।

আলোচনা সভায়, মানসম্মত পন্য বিক্রির জন্য সকল ব্যবসায়ীকদের আহবান জানান উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা। তিনি বলেন, ভ্রাম্যমান আদালতে মধ্যে অভিযান পরিচালনা করে পন্যে ভেজাল প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে দিবসটি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অর্ংশ গ্রহনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।