মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর//
জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামে মৃত আবেদ আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও র্শীষ অপরাধী মোঃ আসাব উদ্দিন (২৮) কে গ্রেপ্তার করছে পুলিশ।
১৪ মার্চ ২০১৯ রোজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের এএসআই মোঃ অলি উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ফান্দাউক গরুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, আসাব উদ্দিনের নামে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা মোকদ্দমা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসাব উদ্দিন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও র্শীষ অপরাধি । সে দীর্ঘদিন যাবৎ চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। এতদিন পুলিশের ভয়ে সে পলাতক ছিল। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor