অজ্ঞাত রোগে আক্রান্ত স্বপ্নার চিকিৎসা শুরু ঢাকার পিজি হাসপাতালে

১৬ মার্চ, ২০১৯ : ৪:৩৬ অপরাহ্ণ ৪৯০

ঢাকা ঃ

অজ্ঞাত রোগে আক্রান্ত শরণখোলার উত্তর তাফালবাড়ি গ্রামের স্বপ্নার চিকিৎসা শুরু হয়েছে।
ঢাকা শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সবেক পিজি হাসপাতাল) আজ শনিবার সকালে পিজির সহকারী পরিচালক সঞ্জিব রায়ের ব্যবস্থাপনায় ও মোস্তফা জামানের সহযোগীতায় চিকিৎকরা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। খুব শীঘ্রই তার জিহ্বায় অপারেশন করা হবে বলে জানা গেছে।
অসহায় ও গরীব স্বপ্নার চিকিৎসায় যারা সহযোগিতার হাত প্রসারিত করবেন, তাদেরকে এগিয়ে আসতে অনুরোধ জানানো হচ্ছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com