জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণ দেওয়ার দিনটিকে ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ ঘোষণা

১৬ মার্চ, ২০১৯ : ৪:২৬ অপরাহ্ণ ৯২৫

ডেস্ক রিপোর্ট।।

স্টেট পার্লামেন্টে নিউ ইয়র্ক এর মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধুর জন্মদিনকে ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব সর্বপ্রথম সিনেটে উত্থাপন করেছিলেন ডেমোক্র্যাট সিনেটর টবি অ্যান স্ট্যাভিস্কি । পরবর্তীতে সর্বসম্মতিক্রমে ২৫ সেপ্টেম্বর ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ হিসাবে অনুমোদিত ও স্টেট ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত হয়। এখন থেকে প্রতিবছর নিউ ইয়র্ক স্টেটে দিনটি পালিত হবে ।

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন। তাই এ দিনটি বাংলাদেশি অভিবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন শিশু-কিশোর মেলায় স্টেট সেক্রেটারির দেওয়া ঘোষণাপত্র প্রদর্শন করা হবে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com