মোঃ অাব্দুল হান্নান ,নাসিরনগর।।
১৭ মার্চ ২০১৯ রোজ রবিবার পাচঁ দিনের সরকারী সফর শেষে বিকেলে দেশে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়া-১।সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম।
কমনওয়েলথ দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল ও একমাত্র প্রতিনিধি হিসেবে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের আমন্ত্রণে লন্ডনে মূল অনুষ্ঠানে যোগদান করেন তিনি। পাশাপাশি একটি গোল টেবিল বৈঠকে ও অংশগ্রহন করেন।
সেখানে তিনি জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করেন ও গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন। লন্ডনে পাচঁ দিনের সরকারি সফর শেষে রবিবার বিকালে একটি ফ্লাইটে হযরত শাহজালাল অান্তর্জাতিক বিামান বন্দরে আগমন করেন। এসময় তাঁকে নাসিরনগরের তরুণ সমাজের একটি দল বিমান বন্দরে ফুল দিয়ে স্বাগত জানান।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor