সরাইল প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। গত রোববার রাত আটটায় উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দৌলতপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গত শনিবার রাতে দৌলতপাড়া গ্রামের সালাম মিয়ার খামারের ৫০টি হাঁস চুরি হয়। এ ঘটনায় রোববার সকালে সালাম মিয়ার সাথে একই এলাকার সাদেক হোসেনের প্রথমে কথা-কাটকাটি হয়। এক পর্যায়ে সালাম ও তার ছেলে রুবেল সাদেক হোসেনকে মারধোর করে। এ ঘটনার জের ধরে রোববার রাত আটটায় সাদেক হোসেনের বড় ভাই সাইদ হোসেনের নেতৃত্বে তার গোষ্ঠীর লোকজন সালাম মিয়ার পক্ষের ইউনুস মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে আটজনকে জেলা সদর হাসপাতালে এবং পাঁচজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীরা প্রাথমিক চিকিৎসা নেয়।