স্টার পিরোর্টা \ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় আবারও হিন্দু পরিবারের উপর হামলা, নির্যাতনের ঘটনা ঘটেছে। বিগত ১৮/০৩/২০১৯ইং রোজ সোমবার কালীবাড়ী রোড সংলগ্ন স্থানীয় স্বপন ঘোষের বাড়িতে স্থানীয় একদল চিহ্নিত মৌলবাদী জনগোষ্টী কর্তৃক হামলা ভাংচুর চালায়। এতে স্বপন ঘোষ সহ তাহার মেয়ে সুতপা মজুমদার (৩৪) ও তাহার নাতনী আশংকা মজুমদার (১৫) সহ বাড়িতে অন্যান্য লোকজন মারাত্মক আহত হয়। পরবর্তীতে স্থানীয়দেও সহায়তায় তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। ঐ স্বপন আমাদেও প্রতিনিধিকে জানায় বিগত কয়েকদিন থেকে তার উপর দেশ ছেড়ে যাওয়ার জন্য হুমকী আতসে থাকে। কিন্তু এভাবে নিজ জন্ম ভূমিতে আক্রমনের কী কা হবেন তিনি তাহা কখনো ভাবেননি। উল্লেখ্য যে, তিনি আরো জানান হামলায় আহত তার মেয়ে সুতপা মজুমদারের স্বামী দেশের কিছু মৌলবাদী কর্তৃক মিথ্যা মামলার স্বীকার হয়ে ভিটে মাটি ছেড়ে নিজ জীবন বাচাঁতে পালিয়ে বেড়াচেছন। সেই সূত্রে কেউ এই হামলাটি করতে পারে বলে তিনি ধারনা করছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor