আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

শরনখোলা থানার আমড়াগাছিয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিবাবকদের মানববন্ধন

সারাদেশ 19 March 2019 ৬০৯

শরনখোলা থানার আমড়াগাছিয়া ইউনিয়নের আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ক্রিড়া শিক্ষক এর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠেছে।শিক্ষকের নাম মাহফুজুর রহমান প্রিন্স।ধানসাগর ইউনিয়নের রাজাপুর এলাকার মোঃ সায়েদুর রহমানের ছেলে।কলেজের এক ছাত্রীর সাথে অনৈতিক কাজ করার সময় অভিভাবক দের হাতে আটক হয় ঐ শিক্ষক।এক অভিভাবক জানান বিগত দিনে তার বিরুদ্ধে এরকম অনেক অনৈতিক কার্যকলাবের অভিযোগ আছে।

গতকাল ১৮ই মার্চ ২০১৯ রোজ সোমবার আমড়াগাছিয়া বাজারে সচেতন জনসাধারন শিক্ষকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে বিচার চেয়েছে।

আজ সকালে স্কুলের অভিবাবক বৃন্দ শিক্ষকের শাশ্তির দাবীতে এক মানববন্ধনের আয়োজন করে ।মানববন্ধনে শিক্ষক প্রিন্স এর শাশ্তি চেয়ে বিভিন্ন ফেষ্টুন  ও ঝাড়ূ দেখাযায়। অভিভাবকরা জানান এর দৃষ্টান্ত মূলক শাশ্তি না হলে আন্দলন চলবে।

এদিকে ঐ স্কুলের ছাত্র ছাতীরা অনিদির্ষ্ট কালের জন্য শ্রেনী কক্ষের পাঠ কার্যক্রম বন্ধ রেখেছে ।শিক্ষককে বিদ্যালয় থেকে বহিস্কার না করা পর্যন্ত কর্মসূচি অব্যহত থাকবে।

ভিডিও:-   https://www.youtube.com/watch?v=Ks2lPcpUoYI