আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নোয়াখালীর সুবর্ণচরের সেই ধর্ষক রুহুল আমিনের জামিন

সারাদেশ 21 March 2019 ৪৬৫

নোয়াখালীর সুবর্ণচরের সেই ধর্ষক রুহুল আমিনের জামিন পেয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বর নোয়াখালীর সুবর্ণচরে দল বেঁধে ধর্ষণের ঘটনার মূলহোতা রুহুল আমিনকে এক বছরের জামিন দমিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দেয়াকে কেন্দ্র করে নির্যাতিতা ওই নারীর সঙ্গে কয়েকজনের কথাকাটাকাটি হয়। এর জেরে রুহুল আমিনের নির্দেশে ১০-১২ জন তার বাড়িতে গিয়ে স্বামী-সন্তাদের বেঁধে তাকে গণর্ধষণ ও মারধর করে।