সরাইল প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় লরির ধাক্কায় ট্রাক্টর উল্টে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
নিহত কাদির মিয়া (৩৬) উপজেলার বৈশর গ্রামের সাইদ মিয়ার ছেলে।
একই গ্রামের কালা মিয়া (৩৫) ও ট্রাক্টর চালক ইমাম হোসেন (২৬) গুরুতর আহত হয়েছেন।
বুধবার মধ্যরাতে সরাইলের বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, রাত আনুমানিক দেড়টা /দুইটার দিকে বেড়তলায় মহাসড়কে ট্রাক্টরকে একটি লরি পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা তিনজন চাপা পড়ে গুরুতর আহত হন।আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
[gs-fb-comments]Copyright © 2021 Amaderkatha | Design & Developed By: Design Ghor